কলকাতা রোটারী ক্লাব ও নব দিগন্ত  যৌথ সহযোগিতায় বৃক্ষরোপণ

কলকাতা রোটারী ক্লাব ও নব দিগন্ত যৌথ সহযোগিতায় বৃক্ষরোপণ

Reported By:-আইয়ুব আলী,  ভরতপুর.

 

 

কলকাতা রোটারী ক্লাব ও নব দিগন্ত যৌথ সহযোগিতায় মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লক 1এর করন্দি গ্রামে 14 বিঘা জমির উপরে বৃক্ষরোপণ করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর 69 বিধায়ক হুমায়ুন কবীর সাহেব, যুব সভাপতি আনোয়ারুল ইসলাম আনির, রোটারী ক্লাবের সভাপতি সৈয়দ ইরফান শের, ভরতপুর 1 নম্বর ব্লকের সভাপতি আবুল হাসনাত সহ-সভাপতি আসিফুজ্জামান ও বিশিষ্টজনেরা । 500 টি গাছের চারা রোপন করা হয়।

Leave a Reply

error: Content is protected !!