Reported By:- News Desk
কলকাতা হাইকোর্টের অডিটোরিয়ামে বুধবার সন্ধ্যায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় মিডিয়েশন প্রশিক্ষণ প্রাপ্ত নতুন মিডিয়েটরদের শংসাপত্র প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সৌমেন সেন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি মধুরেশ প্রসাদ এবং বিচারপতি শুভ্রা ঘোষসহ অন্যান্য বিচারপতিরা।মিডিয়েশন কমিটির সদস্য সচিব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় ‘এডভোকেট মিডিয়েটর’ এবং ‘নন এডভোকেট মিডিয়েটর’দের শংসাপত্র দেওয়া হয়। নন এডভোকেট মিডিয়েটর হিসাবে উপস্থিত ছিলেন আইনী সংবাদদাতা ও কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিনসহ অন্যান্য সদস্যগণ।ড: শুভাশিস মুহুরির বরাত দিয়ে জানা যায়, “কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটি জমে থাকা মামলার পাহাড় কমাতে কাজ করছে।” আদালতে বিচার প্রাপ্তির দীর্ঘসূত্রতা ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।মিডিয়েশন প্রক্রিয়ায় বাদী-বিবাদী পক্ষদের কোন অতিরিক্ত খরচ করতে হয় না এবং তারা কোনও দীর্ঘ অপেক্ষার মধ্যে পড়েন না। কলকাতা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের ৭২টি এডিআর কেন্দ্রে এই মিডিয়েশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।মিডিয়েটররা দু পক্ষকে নিয়ে শুনানি চালিয়ে থাকেন এবং দুই মাসের মধ্যে মামলার চূড়ান্ত রিপোর্ট জারি করেন, যা আদালতের কাজকে আরও দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করতে সহায়ক হয়ে উঠবে।