Reported By : Masud Rana
১১ ই মে, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কে বাড়ি থেকে বাইকে করে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ছাত্রের। বৃহস্পতিবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রের নাম মোহাম্মদ কাইফ(২১ )। তার বাড়ি ফরাক্কা থানার খোদাবন্দপুর এলাকায়। দুর্ঘটনা ঘিরে ৩৪ নাম্বার জাতীয় সড়কে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।