Reported By : Masud Rana
১৭ই ফেব্রুয়ারি , শুক্রবার , করোনার প্রায় দু বছর হয়ে গেল। সমস্ত রুটের রেলের ভাড়া আগের অবস্থায় আসলেও,কাটোয়া আজিমগঞ্জ রুটের ভাড়া ৩০ টাকায় রয়ে গেছে এখনো। আর এই নিয়েই ক্ষোভ বাড়ছে সাধারণ রেল যাত্রীদের।
সালার স্টেশনে দাঁড়িয়ে কেউ কেউ বলেই ফেললেন, একটা স্টেশন গেলেই ৩০ টাকার ভাড়া দিতে হবে। তাই টিকিট কাটিনি।
ভারতবর্ষের বাণিজ্য কেন্দ্র মুম্বই শহরে এখনো পর্যন্ত নূন্যতম ভাড়া ৫ টাকা । কলকাতা ও শহরতলিতেও পাঁচ টাকা ভাড়া। করোনার আগে কাটোয়া আজিমগঞ্জ শাখায় ন্যূনতম ভাড়া ছিল ১০ টাকা। অন্যান্য সমস্ত রুটের ভাড়া আবার আগের অবস্থায় এলেও কাটোয়া আজিমগঞ্জ শাখায় কোন পরিবর্তন হয়নি। আর এই নিয়েই সাধারণ নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে ক্রমশই।