Skip to content
কানতিরপা এন.কে.সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন

কানতিরপা এন.কে.সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

আগামী ১৭ই ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কানতিরপা এন.কে.সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এলাকার অভিভাবক ও জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় মঙ্গলবার।


জানা গেছে আগামী ১৭ই ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কানতিরপা এন.কে.সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির ভোট রয়েছে, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম জনপ্রতিনিধি হিসেবে শান্তিপূর্ণভাবে নির্বাচন যাতে হয় এই দাবি প্রধান শিক্ষকের কাছে জানান এছাড়াও নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় দাবি এলাকার অভিভাবকরা জানান। কানতিরপা এন কে সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল মালেক জানান আগামী ১৭ ই ডিসেম্বর ২০২৩-এ কানতিরপা এন.কে সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটির পুনর্গঠনের নির্বাচন রয়েছে সে নির্বাচনের প্রাক্কালে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি কৃষ্ণ সিংহ, সেখ মুন্টু, মহবুল হক সহ এলাকার অভিভাবক ও জনপ্রতিনিধিগণ।

Leave a Reply

error: Content is protected !!