Reported By:- News Desk
বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে পরিদর্শনে এলেন জোনাল জজ সব্যসাচী ভট্টাচার্য। ওনার সাথে ছিলেন কান্দি মহকুমা আদালতের দুই বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিচারপতি ঘুরে দেখলেন আদালতের পরিকাঠামো। যে সমস্ত কাজ চলছে সে বিষয়ে কথা বলেন। এবং বিভিন্ন বিষয়ে দুই বারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করা হয় বলে জানা যায় বার অ্যসোশিয়েসনের পক্ষ থেকে।