আরিয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা দুষ্কৃতী জয়ন্ত সিংহের নির্মিত একটি দুধ সাদা রাজপ্রাসাদ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। সম্প্রতি এই রাজপ্রাসাদ ভাঙার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, কামারহাটি পৌরসভাকে জয়ন্ত সিংহের পরিবারের প্রতিনিধিদের ডেকে আলোচনা করতে বলা হয়েছে। ২৮ শে জুলাই সোমবার, কামারহাটি পৌরসভা বোর্ড ঘরে অনুষ্ঠিত ওই শুনানিতে জয়ন্ত সিংহের পরিবারের সদস্যদের উপস্থিতি ছিল। এসময় তাদের আইনজীবী এবং পৌরসভার আইনজীবীও ছিলেন। পৌর প্রধান গোপাল সাহা জানান, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কাগজপত্র যাচাই করা হয়েছে।এবার উভয় পক্ষের আইনজীবীরা বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন এবং আগামী ১০ দিনের মধ্যে সেগুলো লিখিতভাবে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। এই শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে, যেখানে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। কামারহাটি পৌরসভার কর্মকর্তারা বিষয়টি নিয়ে অত্যন্ত সজাগ এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কাজ করছেন।
