কামারহাটির প্রভাবশালী শিক্ষক হেমন্ত রায়ের স্মরণসভা অনুষ্ঠিত

কামারহাটির প্রভাবশালী শিক্ষক হেমন্ত রায়ের স্মরণসভা অনুষ্ঠিত

Reported By :- Manoj Das

১৫ই জানুয়ারি, কামারহাটি পৌরসভার বিশিষ্ট শিক্ষক ও আজীবন কমিউনিস্ট নেতা হেমন্ত রায় দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বয়স হয়েছিল ৮৫ বছর। এই শোকাবহ খবর শুনার পর, সিপিআইএম টেক্সনেকো দেশপ্রিয় নগরের পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক বাদল চন্দ্র। অনুষ্ঠানে হেমন্ত রায়ের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মানষ মুখার্জি।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোবিন্দ গাঙ্গুলি, প্রাক্তন পৌর প্রধান কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, এবিটিএ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক দয়াময় মুখার্জি, এবং অন্যান্য রাজনৈতিক নেতারা।

তাঁর জীবনের কাজ এবং সমাজের উন্নয়নে অবদানের জন্য উপস্থিত সকলেই শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাদের মতে, হেমন্ত রায়ের নেতৃত্ব এবং আদর্শ ভবিষ্যত প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Leave a Reply

error: Content is protected !!