Skip to content
কামারহাটি উন্নয়নের জোয়ারে জলছত্র

কামারহাটি উন্নয়নের জোয়ারে জলছত্র

REPORTED BY:- NEWS DESK

৩৪ এর বাম সরকারকে পরাজিত করে গঠিত হয় ২০১১ সালে মা মাটি মানুষের সরকার। সরকার গঠনের পর থেকেই প্রথম ২০১১ বাম সরকারের পৌরবোর্ড পরাজিত করে গঠিত হয় কামারহাটি তে মা-মাটি-মানুষের পৌরসভা বোর্ড। কামারহাটি পৌরসভার একে একে উন্নয়নের জোয়ারে সাথে সাথে কামারহাটি বিভিন্ন অঞ্চলে তাদের জনপ্রতিনিধির মাধ্যমে ব্যয়বহুল করে প্রতিষ্ঠা করে জলছত্র । ব্যয়বহুল অনুষ্ঠানের মধ্য দিয়ে কামারহাটি পৌর পিতা সহ পৌর প্রধান জলছত্র অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন। আখি জলছত্র একা নিরবে স্তব্ধ হয়ে বসে আছে । নেই পরিচর্যা নেই দেখাশোনার লোক। প্রশ্ন থেকেই যাচ্ছে এত টাকা খরচ করে উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন ওয়ার্ডে পৌর প্রতিনিধিরা যে জলছত্র প্রতিস্থাপন করে তা কি শুধু ভোট বাক্স বানানোর ক্ষেত্রে প্রয়োগ প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষের ।

Leave a Reply

error: Content is protected !!