কামারহাটি পৌরসভার নজরুল মঞ্চে সমাজ সচেতন ওয়েল ফেয়ার ফেডারেশনের উদ‍্যোগে একটি চলচ্চিত্র উৎসব উদযাপন

কামারহাটি পৌরসভার নজরুল মঞ্চে সমাজ সচেতন ওয়েল ফেয়ার ফেডারেশনের উদ‍্যোগে একটি চলচ্চিত্র উৎসব উদযাপন

Reported By মৃত‍্যুঞ্জয় রায়।

সাম্প্রতিক -কামারহাটি পৌরসভার নজরুল মঞ্চে সমাজ সচেতন ওয়েল ফেয়ার ফেডারেশনের উদ‍্যোগে একটি চলচ্চিত্র উৎসব উদযাপন হলো। গৌরবময় সন্ধ্যায় সঙ্গীতের মূর্ছনায় প্রধান আমন্ত্রিত অতিথি – টালিগঞ্জের বিশিষ্ট পরিচালক শুভম দাসের উজ্জ্বল উপস্থিতিতে বৃক্ষরোপণ ও প্রদীপ প্রজ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। বিশেষ অতিথি পদে অলংকৃত হন বিশিষ্ট নাট‍্যকার গৌতম মুখার্জি। উপস্থিত ছিল গুনী পরিচালক তথা অভিনেতা উত্তম ভট্টাচার্য্য সহ অন্যান্য বহু পরিচালক ও কলাকুশলীবৃন্দ। মূল অনুষ্ঠানের প্রারম্ভে প্রয়াত পরিচালক শুব্রত দেবনাথ ও আরো অনেক গুনি পরিচালক এবং শিল্পীদের আত্মার শান্তির কামনার্থে এক মিনিট নিরবতা পালন করা হয়। আবৃত্তিকার দিব‍্যেন্দু নাথ স্বরচিত একটি কবিতা পাঠ করেন। সন্মানিয় প্রবীণ অভিনেতা রতন কৃষ্ণ পাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবৃত্তি পাঠ করে দর্শকদের মহিত করেন।সম্পূর্ণ অনুষ্ঠানটিতে সহযোগিতার সঙ্গী ছিল বলিউড পরিচালক কমিটি ও বিশিষ্ট অভিনেতা সুমন হালদার। যিনি অনুপস্থিত থেকে ও বিশেষ শুভেচ্ছার বার্তা পাঠায়। প্রচার – বিশিষ্ট সাংবাদিক ও পি.আর.ও মৃত‍্যুঞ্জয় রায়।

Leave a Reply

error: Content is protected !!