কামাহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে শনি কাটাতে বিশেষ শনি কালী পুজোর আয়োজন করলেন ওই ওয়ার্ডের কাউন্সিলার বিমল সাহা। নিজ ওয়ার্ডে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়েই রাজনৈতিক বার্তা দিলেন তিনি ও গোপাল সাহা।
পুজোর মাধ্যমে ২৬ শে নির্বাচনে পশ্চিমবাংলা থেকে বিজেপিকে হটানোর জন্য শনি কালী ঠাকুরের কাছে প্রার্থনা জানানো হয়। গোপাল সাহা প্রকাশ্যে আহ্বান জানান, আগামী নির্বাচনে রাজ্য থেকে বিজেপির পতন ঘটানোই তাঁদের লক্ষ্য।
এই অনুষ্ঠানে বিমল সাহা জানান, ২০০২ সালের ভোটার লিস্টে তাঁর নাম ছিল না। পরবর্তীতে SIR ফরম ফিলাপের পরেই তিনি ভোটার লিস্টে নিজের নাম খুঁজে পান। সেই ঘটনাকে স্মরণ করেই এই শনি কালী পুজোর আয়োজন বলে জানান তিনি।
অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন বিমল সাহা। তাঁকে “পাগলা বিরোধী নেতা” বলে কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার অভিযোগ তোলেন।
পশ্চিমবাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে গোপাল সাহা বলেন, রাজ্য জুড়ে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি চলছে, কিন্তু কর্মসংস্থান, শিল্প কিংবা সাধারণ মানুষের জীবিকার কোনও স্পষ্ট দিশা দেখা যাচ্ছে না। তাই ২৬ শে নির্বাচনে ধর্মের রাজনীতির বিরুদ্ধে মানুষ রায় দেবে বলেই আশাবাদী তাঁরা।
এই শনি কালী পুজো ঘিরে কামাহাটি এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।