মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার সালু গ্রাম-পঞ্চায়েতের কাটুন্দি গ্রামে আজ কাত্তিক পুজোর উদ্বোধন হলো। সঙ্গে পালন করা হলো নবান্ন উৎসব এবং গ্রামবাসীদের বিতরণ করা হলো শীতবস্ত্রও। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেছিল সালু যুব তৃণমূল কংগ্রেস।
সালু গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কাটুন্দির দাসপাড়ায় কার্তিক পুজোর উদ্বোধন করলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন বহরমপুর-মুর্শিদাবাদ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল ইসলাম আনির।