কালচারাল মোড়ের পথদুর্ঘটনায় মৃত 1 এবং দুজন সাগর দত্ত ভর্তি এবং আরও দু’জনকে আরজি করে নিয়ে যাওয়া হয়

কালচারাল মোড়ের পথদুর্ঘটনায় মৃত 1 এবং দুজন সাগর দত্ত ভর্তি এবং আরও দু’জনকে আরজি করে নিয়ে যাওয়া হয়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়ী চালক পথচারীদের ও স্থানীয় সেখানকার দোকানদারদের ওপর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর চাপিয়ে দেন।প্রশাসনের তরফে জানানো হয়েছে এখনো সেই গাড়ি চালক গাড়ি হদিশ পাওয়া যায়নি তবে দ্রুত তার খোঁজ মিলবে বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!