কাহারপাড়ায় দীপাবলী উপলক্ষ্যে গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল

কাহারপাড়ায় দীপাবলী উপলক্ষ্যে গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল

২৪ শে অক্টোবর, সোমবার, রানীনগর থানার কাহারপাড়ায় পুরাতন কালী মন্দির কমিটির কালী পুজোর শুভ উদ্বোধন হয়। সোমবার সন্ধ্যায় পুজোর শুভ উদ্বোধন করেন জলঙ্গী বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক। এদিন তিনি ফিতে কেটে কালীপুজোর উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন রানীনগর ২ নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুর্গারানী হালদার, কাতলামারী গ্রাম পঞ্চায়েত প্রধান বাসুদেব সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা যায়, জলঙ্গী বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক সেদিন সকলকেই দীপাবলী উৎসবের শুভেচ্ছাও জানান। এদিন দীপাবলী উৎসব উপলক্ষে কাহারপাড়া এলাকার বেশকিছু গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বিধায়ক নিজ হাতে গরীব দুঃস্থদের মধ্যে কাপড় তুলে দেন।

Leave a Reply

error: Content is protected !!