বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের সদর শহরে কৃষি ক্ষেত্রে ব্যবহৃত মোটর চালিত ভ্যান ও ট্রাক্টর মালিকদের বিরুদ্ধে পুলিশের বেআইনী নিপীড়নের প্রতিবাদে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে লছিমন, ট্রাক্টর মালিক ও গাড়িচালকরা একত্রিত হয়ে একটি মিছিল বের করেন। প্রতিবাদ সভায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তাদের সমর্থন জানিয়েছেন।প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন যে, প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কার্যকর সমাধান মিলছে না। তারা জেলা RTO দপ্তরে স্মারকলিপি জমা দেয়ার পাশাপাশি জানিয়েছে যে, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আগামীতেও বৃহত্তর আন্দোলনে নামার জন্য প্রস্তুত আছেন।এদিকে, কৃষি পরিবহন খাতে এই অবস্থা গো-পালকদের মাঝে বিরাট সমস্যা সৃষ্টি করেছে, কারণ কৃষি পণ্য পরিবহনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে মোটর চালিত ভ্যান ও ট্রাক্টর। এভাবে যদি পুলিশি অত্যাচার চলতে থাকে, তাহলে কৃষক ও গো-পালকরা চরম দুর্দশায় পড়বেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে, এই আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করতে পারে, যা কৃষি পরিবহন ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে।
