কৃষ্ণ মাটি অঞ্চলে দুদিন খোঁজাখুঁজির পর আজ সকাল বেলায় হঠাৎ নদীর ধারে ভেসে উঠতে দেখা যায় রনি হালদারের মৃতদেহ

কৃষ্ণ মাটি অঞ্চলে দুদিন খোঁজাখুঁজির পর আজ সকাল বেলায় হঠাৎ নদীর ধারে ভেসে উঠতে দেখা যায় রনি হালদারের মৃতদেহ

Reported By:-Binoy Roy

YouTube Link:- https://youtu.be/qG5YinL_sRM

বহরমপুর থানার কৃষ্ণ মাটি অঞ্চলে দুদিন খোঁজাখুঁজির পর আজ সকাল বেলায় হঠাৎ নদীর ধারে ভেসে উঠতে দেখা যায় রনি হালদারের মৃতদেহ এলাকাবাসীর তৎপরতায় রনি হালদারের মৃতদেহ পুলিশের তত্ত্বাবধানে বহরমপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। রনি হালদার নামে এক ১৬ বছরের কিশোরকে গত রবিবার রাত্রিবেলা থেকে নিখোঁজ ছিল। পরবর্তীকালে এলাকাবাসীরা যখন জানতে পারে রনি হালদার কে রিন্টু বিশ্বাস নামে এক ব্যক্তি খুন করে। পুলিশি জেরার মুখে স্বীকার করে, প্রথমত গলায় তাররে ফাঁস দিয়ে তাকে মারা হয় এবং ভাগীরতি নদীতে নিয়ে গিয়ে তার গলা এবং পেটের একাংশ কেটে দেওয়া হয় যাতে তার মৃতদেহ জলের ওপরে ভেসে না ওঠে। মৃতদহ ভাসতে দেখে এলাকাবাসী বহরমপুর থানা খবর দেয়, স্থানীয় লোকেরা দোষী ব্যাক্তির কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবী করে। এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ প্রহরা দেওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!