Reported By:- Binoy Roy
কেন্দ্রীয় সরকারের নতুন বিদ্যুৎ বিল নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অবস্থান বিক্ষোভ সভা করল মুর্শিদাবাদ জেলা ফরওয়ার্ড ব্লক। আজ বুধবার সকালে বহরমপুর বিদ্যুৎ দপ্তরের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার নয়া বিদ্যুৎ বিল আনতে চলেছে। এতে সাধারণ মানুষের হয়রানি বাড়বে। এছাড়াও বিদ্যুৎ দপ্তর বেসরকারিদের হাতে তুলে দিতে চায়ছে সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অবস্থান বিক্ষোভ সভা করা হয়েছে। এমনকি রাজ্য সরকারের কাছে তাদের দাবি, তিনমাস অন্তর নয়,একমাস করে বিদ্যুৎ বিল পাঠাতে হবে।