Skip to content
কেন্দ্রীয় সরকারের  বিরুদ্ধে পথে নামলেন রেলকর্মীরা

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামলেন রেলকর্মীরা

Reported By:- News Desk

বিভিন্ন দাবিদাওয়া আদায়ে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামলেন রেলকর্মীরাঃ বিভিন্ন বকেয়া দাবীদাওয়া আদায়ে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামল রেলকর্মীদের সংগঠন ইস্টার্ন রেলওয়ে মেনস্ কংগ্রেসের বজবজ শাখা। এদিন মেনস্ কংগ্রেসের বজবজ শাখার সম্পাদক তপন দাসের নেতৃত্বে প্রায় পাঁচশো রেলকর্মী এক বিরাট মিছিলে পা মেলান এদিন এই সংগঠনের মহিলা এবং যুব শাখাও এই মিছিলে পা মেলান। এদিন তপন দাস ছাড়াও উপস্থিত ছিলেন এই সংগঠনের সভাপতি মানিক লাল চ‍্যাটার্জী। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় তপন বাবু জানান মূলত কেন্দ্রীয় পেনশন নীতি , নাইট এ‍্যালাউন্স বন্ধ, বকেয়া টিয়ে এই সমস্ত দাবী ছাড়াও রেলে নতুন নিয়োগ নিয়ে তারা আজ পথে নেমেছেন। যদি সরকার তাদের দাবীদাওয়া কে গুরুত্ব দিয়ে বিচার না করেন তবে আগামীদিনে তারা রেল কর্মীদের সাথে বৃহত্তর আন্দোলনের পথে হাটবেন বলেও তপন বাবু জানান।

Leave a Reply

error: Content is protected !!