ডালখোলা শহর INTTUC র পক্ষ থেকে বিড়ি কারিগরী ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের ডাকে। রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে কর্মী সভা অনুষ্ঠিত হয় বুধবার ডালখোলা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে।
এদিন উপস্থিত ছিলেন INTTUC র জেলা সভাপতি শেখর দাস, করণদিঘি ব্লক INTTUC র নেতা মোহাম্মদ তুগলক। ডালখোলা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল রায়। ডালখোলা শহর INTTUC র সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর আবদুল হালিম সহ অন্যান্যরা।
জানা যায় বিড়ি শ্রমিকদের নিয়ে জেলার প্রতিটি ব্লকের অঞ্চলে অঞ্চলে গিয়ে, বিড়ি শ্রমিকদের নিয়ে সভা করা হচ্ছে। INTTUC র জেলা নেতৃত্বের দাবি, কেন্দ্র সরকারের যে বঞ্চনা, বিড়ি শ্রমিকদের মালিকরা যে টাকা দিচ্ছে না, তার জন্যই মূলত এই কর্মীর সভা। সামনের পঞ্চায়েত নির্বাচনে এই মানুষগুলো যেন তাদের ন্যায্য টাকা পায়, তার জন্য গ্রামে গ্রামে গিয়ে কর্মীসভা করা হচ্ছে।