কেন্দ্র সরকারের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরীর তীব্র সমালোচনা

কেন্দ্র সরকারের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরীর তীব্র সমালোচনা

Reported By :- Binoy Roy

আজ (২৮ ফেব্রুয়ারি, ২০২৫ শুক্রবার) বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন, বিশেষ করে ওয়াকফ বোর্ড বিল আইন কার্যকর করার উদ্দেশ্যে।

 তিনি বলেন, “ভারতের আনুমানিক পাঁচ কোটি জনগণ এই আইন মানতে আপত্তি প্রকাশ করেছে,” যা সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞাকে নির্দেশ করে। অধীর রঞ্জন চৌধুরী আরও জানান, “সমস্ত কারচুপির তীর্থস্থান হয়ে গেছে পশ্চিমবঙ্গ।” 

তিনি অভিযোগ করেন যে, জাল পাসপোর্ট, ভূয়া ভোটার এবং কোয়ালিফাইং সার্টিফিকেটের নকল এই রাজ্যে সহজেই পাওয়া যাচ্ছে। তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি যদি ‘জালশ্রী’ নামে একটি প্রকল্প চালু করেন, তাহলে পুরস্কৃত হবেন।” 

বিরোধী দলের যোগ্য ব্যক্তিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন অধীর। তিনি বলেন, “টিএমসির যে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় উঠে যাচ্ছে, কেন এই বিভাজন?” এছাড়া, বাংলার মহিলাদের সুরক্ষা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

 “দিদি বলেন, ‘বাংলা নিজের মেয়েকে চাই’, কিন্তু প্রতিনিয়ত বাংলার মেয়েদের সঙ্গে দুর্নীতি হচ্ছে এবং তারা সঠিক বিচার পাচ্ছে না,” বলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও জানান, মহিলাদের বিপদের পরেও বিচার চাইতে গেলে অপমানিত হতে হচ্ছে, যা সরকারের অনিশ্চয়তার চিত্র তুলে ধরে।

Leave a Reply

error: Content is protected !!