কেবল পুঁথিগত শিক্ষা নয়, পাশাপাশি নাচ গান আবৃত্তির মতো কার্যাবলী ছাত্রছাত্রীর মানন্নয়ন ঘটায়

কেবল পুঁথিগত শিক্ষা নয়, পাশাপাশি নাচ গান আবৃত্তির মতো কার্যাবলী ছাত্রছাত্রীর মানন্নয়ন ঘটায়

Reported By : মোহাম্মদ জাকারিয়া
২ রা নভেম্বর, বৃহস্পতিবার, কেবল পুঁথিগত শিক্ষা নয়, পাশাপাশি নাচ গান আবৃত্তির মতো কার্যাবলী ছাত্রছাত্রীর মানন্নয়ন ঘটায়। এই ভাবনায় বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম ফতেপুর আইডিয়াল ইসলামিক একাডেমি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন নাচ, গান, গজল, কবিতা আবৃতি, বক্তব্য, কুইজ সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ছাত্রছাত্রীরা প্রত্যক্ষ ভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্কুল কর্তৃপক্ষ জানান, শিক্ষাই জাতির মেরুদন্ড তাই অভিভাবকদের সচেতন থেকে তাদের সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করতে হবে। তারা যেন সঠিক শিক্ষা পায় সেই দিকে নজর রাখতে হবে। বিদ্যালয়ের ডাইরেক্টর আবদুল কাবির বলেন, বাংলা ইংরেজি এবং অংকের পাশাপাশি ছাত্রছাত্রীদের কম্পিউটারও শেখানো হচ্ছে। ছাত্রছাত্রীরা দেশের মুখ উজ্জ্বল করুক এটিই কাম্য।

Leave a Reply

error: Content is protected !!