কোলকাতার অন্যতম আলোকচিত্র শিল্পী অনুপম হালদার-এর গুহা ভাস্কর্য সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী 'কেভ আর্ট' দেখে উৎফুল্ল হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু তথা গ্র্যাণ্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া।
আজ সায়াহ্নে কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এ অনুপম হালদার-এর একক আলোকচিত্র প্রদর্শনী 'কেভ আর্ট' পরিদর্শন করে দিব্যেন্দু বড়ুয়া জানান, "ছবিগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।"
অপরদিকে ফ্যাশন ডিজাইনার নীতু শাহ বলেছেন, "আজকের দিনে সমাজের বুকে এই জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর প্রয়োজন আছে।"
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ পাঞ্চালি মুন্সী।