Reported By:- Binoy Roy
গত রাতের একটি করুণ ঘটনায় কেরলের আংগামালি এলাকায় ২৩ বছর বয়সী পরিযায়ী শ্রমিক নাঈম সেখ আত্মহত্যা করেন। তিনি মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের হরিভুক্তপুর গ্রামের বাসিন্দা। দুই মাস আগে রাজমিস্ত্রির কাজে কেরলে আসা এই যুবক, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর নির্মাণস্থলে গিয়ে গলায় ফাঁস দেন।তাঁর মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাঁরা এখন মৃত ছেলের মুখ শেষবারের মতো দেখার অপেক্ষায় রয়েছেন। মৃতের বাবা জানান, “অভাবের সংসারে কিভাবে ছেলের দেহ ফিরবে, সেই চিন্তায় আমি দিশেহারা।”এলাকার মানুষ ও পরিবারটি সরকারি সাহায্য ও মরদেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছে। স্থানীয় সমাজের অনেকের বক্তব্য, রাজ্যে কাজের অভাবের কারণে বহিরাগত শ্রমিকদের মধ্যে এমন দুর্ঘটনাগুলি ঘটছে। যদি রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থান থাকতো, তাহলে হয়তো এমন করুণ ঘটনা এড়ানো সম্ভব হতো।বর্তমানে পরিবারটি নাঈমের নিথর দেহের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে, যা শুধু তাদের নয়, বরং পুরো এলাকা তথা দেশের শ্রমিক সমাজের জন্য একটি করুণ স্মৃতি হিসেবে থেকে যাবে।