Reported By : Masud Rana
৪ ঠা মে, বৃহস্পতিবার, কেরালায় কাজে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ওই যুবকের ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলে। পরিবার সূত্রে জানা যায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় মুর্শিদাবাদের ডোমকলের মুসলিম পাড়া এলাকার যুবক রাজিবুল শেখ এর। নুন আনতে পান্তা ফুরানো সংসারের হাল ধরতে দীর্ঘ ১৫ বছর ধরে কেরালায় কাজ করছেন রাজিবুল শেখ। মুসলিম সম্প্রদায় মানুষের বড় উৎসব ঈদ , সেই ঈদে ঘর করা এবং মেয়ের বিয়ে দেওয়ার দুশ্চিন্তায় বাড়ি আসেননি রাজিবুল শেখ। বিগত তিন মাস আগে ভিন রাজ্য কেরালায় কাজে যায় ওই যুবক। ঘর করার এবং মেয়ের বিয়ে দেওয়ার টাকা নিয়েই বাড়ি ফিরবে বলে জানিয়েছিলেন পরিবারকে। তবে হলোনা ঘর , দেওয়া হলোনা মেয়ের বিয়ে। তার আগেই পরিবার ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী সহ পরিবার, শোকাস্তব্ধ গোটা গ্রাম। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী রাজিবুলের দেহ ফিরবে কিভাবে এই নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসী। দুর্ঘটনায় অনাথ হয়ে পড়ল স্ত্রী সন্তান। পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন এলাকার বিধায়কের কাছে স্থানীয় মানুষজনেরাও।