কেরালায় কাজ করতে গিয়ে প্রাণ হারালেন শ্রমিক

কেরালায় কাজ করতে গিয়ে প্রাণ হারালেন শ্রমিক

Reported By:- Masud Rana

অভাবের সংসারে কিছু রোজগারের আশায় কেরালায় পাড়ি দিয়েছিলেন জলঙ্গীর শ্রমিক সাদ্দাম হোসেন। কিন্তু অভাব অভাবিই থেকে গেলো। কাজ করতে গিয়ে প্রাণ হারালেন ঐ শ্রমিক। রবিবার সকাল সকাল ঘটনাটি ঘটেছে কেরলের আলুভার বিনানীপুরাম থানাল এলোকারা এলাকায়। ঐ শ্রমিকের নাম সাদ্দাম হোসেন। তার বয়স মাত্র ত্রিশ বছর। এ বয়ষেই এই ঘটনা ঘটবে তা ভাবতে পারেননি পরিবারের সদস্যরা। তার এই মৃত্যুর খবর গ্রামের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গীর জয়কৃষ্ণপুর এলাকায় পৌছাতেই কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্য থেকে পরিজনেরা। জানাগেছে, কেরলে 15 বছর ধরে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন সাদ্দাম। কেরলে কাজ করে সাধের বাড়ির কাজ কিছুটা করেন। অপরদিকে পরিবারের সদস্যদের চিকিৎসা করান। একটি কাচা একটি পাকা বাড়িতেই বাবা মা ভাই ও স্ত্রী সহ একটি কন্যা সন্তান নিয়ে ছিল পরিবার। হত দরিদ্র পরিবারে সংসার চালাতেই জর্জরিত হয়ে পড়েন। ফের মাস দেড়েক আগে কেরলে যান তিনি। কিন্তু সেখানে গিয়েই অঘটন ঘটে তার। জানাগেছে, শনিবার রাতে তার স্ত্রীর সাথে ফোনে কথাও হয়। পরদিন সকালে খবর আসে বুকে ব্যথা। তার কিছুক্ষণ পর মৃত্যুর খবর আসে বাড়িতে। তারপরেই কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন। এখন নিজ খরচাতেই বাড়ি ফিরছে ঐ শ্রমিকের দেহ। তবে স্থানীয় থেকে পরিবারের লোকজন চাইছে পরিবার পাক সরকারি সহযোগিতা।

Leave a Reply

error: Content is protected !!