Reported By : Binay Roy
২৪ শে মার্চ , শুক্রবার , কেরালায় দিনমজুরের কাজে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। রমজান মাসে বাড়ি ফেরা হল না মুর্শিদাবাদের রানীনগরের এক পরিযায়ী শ্রমিকের। স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর থানার সরন্দাজপুর এলাকার সরিফুল সেখ পাঁচ মাস আগে কেরালায় কাজে গিয়েছিল। কেরালার এরনাকুলাম জেলার ই সি কলেজের কাছে ঘরভাড়া করে থাকত। এর আগেও সে কেরালায় একাধিকবার কাজে গিয়েছিল। এবার সরিফুল সেখ কেরালায় কাজে গিয়ে গাড়ি আনলোডের কাজ করত। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রচন্ড রোদ গরমের মধ্যে গাড়ি আনলোডের কাজ করছিল। কাজ করতে করতে প্রচন্ড গরমে সে সংজ্ঞা হারিয়ে ফেলে। এরপর সহকর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী কালমাশরীফ হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর বাড়িতে পৌঁছানোর পর পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই রমজান মাসে তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তা আর হল না। সরিফুল সেখের বাড়িতে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামে কাজ না থাকায় অভাবের তাড়নায় কেরালায় গিয়েছিলেন। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছে পরিবারের সদস্যরা। এখন কীভাবে সংসার চলবে তা ভেবেই কুল পাচ্ছে না সরিফুল সেখের স্ত্রী। কীভাবে দেহ ফিরবে তা নিয়েও চিন্তিত পরিবারের সদস্যরা। শেষ বারের মত প্রিয় মানুষটির মুখ দেখবে বলে তাকিয়ে আছে আত্মীয় পরিজনেরা।