Skip to content
কোভিড ওয়ারিয়রদের ডেপুটেশন সিউড়িতে

কোভিড ওয়ারিয়রদের ডেপুটেশন সিউড়িতে

করোনাকালে গতবছর পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল যার নাম হলো কোভিড ওয়ারিয়র। এই প্রকল্পে বিভিন্ন পরিযায়ী শ্রমিক নিযুক্ত করা হয়েছিল। তাদের কাজ ছিল মূলত যে সকল ব্যক্তিরা করণা আক্রান্ত হচ্ছেন তাদের দেখভাল করা। কিন্তু তাদের এই কাজের সময়সীমা গত 31 আগস্ট শেষ হয়ে গেলেও তা আর বর্ধিত করা হয়নি। যে কারণে তারা তাদের কাজের সময়সীমা বর্ধিত করা অথবা স্থায়ীকরণ করা হোক এই দাবিতে শুক্রবার বীরভূম জেলা শাসককে একটি ডেপুটেশন জমা দিলেন। এই ডেপুটেশনের মধ্য দিয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রেখেছেন।

Leave a Reply

error: Content is protected !!