কোভিড ওয়ারিয়র্সদের সন্মান প্রদান

কোভিড ওয়ারিয়র্সদের সন্মান প্রদান

 

আজকে মুর্শিদাবাদ জোনের District fire officer বাম চৌধুরী এবং পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন এবং জরুরী পরিষেবা দপ্তর বহরমপুর শাখার সমস্ত কর্মীদের Covid warriors হিসেবে সম্মান জানানো হল স্বেচ্ছাসেবী সংগঠন কিশলয় ফাউন্ডেশন এর পক্ষ থেকে। এইদিন বহরমপুর ফায়ার স্টেশনের সমস্ত কর্মচারীদের ফুল এবং ক্যাডবেরীর সহযোগে সম্বর্ধনা জানানো হয়। তার পর শ্রদ্ধেয় DFO স্যারকে কিশলয় এর তরফ থেকে ছোট্ট একটা সম্মাননা পত্র তুলে দেওয়া হয়।
আজকে আমাদের সাথে উপস্থিত থেকে আমাদের সহযোগিতা করেছেন বন্ধু সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন এর একজন সদস্য এবং সমাজকর্মী তথা পরিবেশকর্মী সুদীপ দে এবং দমকল কর্মী তথা সমাজ কর্মী দুর্লভ ত্রিপাঠী এবং সঞ্জিত কুমার দাস মহাশয়।

Leave a Reply

error: Content is protected !!