কোভিড বিধিনিষেধ মান্য করার সম্বন্ধে সচেতন করতে রাস্তায় নামল প্রশাসনের সহযোগিতাই সিনি কর্তৃপক্ষ ।

Reported By:- NEWS DESK

অতিমারি সংক্রামন বৃদ্ধির কারনে বহরমপুরে মাস্ক পরা ও কোভিড বিধিনিষেধ মান্য করার সম্বন্ধে সচেতন করতে রাস্তায় নামল প্রশাসনের সহযোগিতাই সিনি।বুধবার দুপুরে বহরমপুর সংলগ্নএলাকায় মানুষকে সচেতন করতে আজ তারা রাস্তায় নেমেছে।

Leave a Reply

error: Content is protected !!