Reported By : Masud Rana
২১ শে জানুয়ারি, শনিবার, মুর্শিদাবাদ জেলা পল্লী চিকিৎসক সংযুক্ত সংগ্রাম কমিটি এবং ডোমকল সাব ডিভিশন ও ডোমকল ব্লক কমিটির উদ্যোগে সরকারি চিকিৎসকদের উপস্থিতিতে এলাকার সকল গ্রামীন ডাক্তারদের নিয়ে তিন দিনের স্বাস্থ্য সচেতনতা শিবির এবং কর্মশালার আয়োজন করা হয়। আর আজ সেই সচেতনতা শিবির এবং কর্মশালার শেষ দিন। মুর্শিদাবাদের ডোমকলের ব্যবসায়ী সমিতির সভাঘরে আজকের এই কর্মশালা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। আজকের এই কর্মসূচিতে সরকারি কর্তব্যরত চিকিৎসকেরা এলাকার গ্রামীন ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে ট্রেনিং করায়। এই কর্মসূচী অনুষ্ঠিত হয় মূলত গ্রাম্য এলাকার সকল কোয়াক ডাক্তাররা যেন আরো ভালো অর্থাৎ আরো উন্নত চিকিৎসা করতে পারেন সেই উদ্দেশ্যেই। বাচ্চা থেকে প্রসূতি মহিলা বিষয়ক বিশেষ ক্লাস করানো হয় আজকের এই কর্মসূচীতে। পাশাপাশি স্টোক, হাম ও রুবেলা নিয়েও বিশেষ ট্রেনিং দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি চিকিৎসক এর পাশাপাশি আশরাফুল ইসলাম সহ অন্যান্য কোয়াক ডাক্তারেরা।