“কোয়েল” ধরা দিলেন গোলাপি পোশাকে !

“কোয়েল” ধরা দিলেন গোলাপি পোশাকে !

Reported By:- Subham Roy

বাংলা অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন কোয়েল মল্লিক। অভিনেতা রঞ্জিত মল্লিকের যোগ্য সন্তান কোয়েল। বাংলা সিনেমায় খুব ছিমছাম আর সাবলীল অভিনয় কোয়েল কিন্তু আমাদের উপহার দিয়েছেন। দেব, জিত, পরমব্রত আরো অনেক হ্যান্ডসাম অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন কোয়েল। সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ আছেন তিনি। কখনো মিষ্টি লুক নিয়ে কখনো আবার হট লুকে তিনি নেটিজেনদের কাছে ধরা দেন। এইভাবে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা সিনেমা করার পাশাপাশি তাদের ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য আলাদা করে সোশ্যাল মিডিয়াতে বেশ ভালইভাবে অ্যাক্টিভ থাকতেন। তাদের প্রতিদিনের প্রতিদিন তারা কি কি খান? কখন ঘুম থেকে ওঠেন? কিভাবে তারা ত্বকের পরিচর্যা করেন কিভাবে তারা জীবন যাপন চালান, তার প্রতিটা জিনিস এখন প্রত্যেকটা সাধারণ মানুষের নখ দর্পনে।সম্প্রতি তাকে দেখা গেল ইনস্টাগ্রামে একেবারে নতুন অবতারে। কোয়েল মল্লিক যখনই যেভাবে আসেন তখনই তাকে একেবারে নতুন মনে হয় তার মধ্যে অদ্ভুত একটা ফ্রেশ লুক আছে। তাইতো Instagram এ কোয়েলের অনুরাগীদের সংখ্যা হাতে গুনে শেষ করা যায় না, এক একটা ছবি আসার পরে সকলে একেবারে তার ছবির উপরে ঝাঁপিয়ে পড়েন, কমেন্ট বক্সে কমেন্টের ঝড় উঠে যায়।

Leave a Reply

error: Content is protected !!