আজ সন্ধ্যায় প্রথিতযশা অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, অচ্চ্যুৎ চ্যাটার্জী, অভিনেত্রী অনামিকা সাহা, মৌবনী সরকার, চিত্রকর দিবাকর চক্রবর্তী, সুজিতকুমার ঘোষ, হাওড়া পৌরনিগমের অন্যতম পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, দেব সাহিত্য কুটির-এর কর্ণধার রাজিকা মজুমদার, আলোকচিত্রী মধু সরকার, অতনু পাল সহ বিশিষ্ট জনের উপস্থিতিতে মঙ্গল দীপ প্রজ্জ্বলিত করে শুরু হল অনুপম হালদারের সপ্তম একক আলোকচিত্র প্রদর্শনী।