Skip to content
কোলকাতায় শুরু হল দুদিনের পৌষ পার্বন ২.০ নামাঙ্কিত লাইফস্টাইল এক্সপো

কোলকাতায় শুরু হল দুদিনের পৌষ পার্বন ২.০ নামাঙ্কিত লাইফস্টাইল এক্সপো

কোলকাতা (৬ জানুয়ারী '২৪):- ৮ টা সফল প্রদর্শনীর পর আজ থেকে কোলকাতার বালিগঞ্জে শুরু হল 'মিশন ইম্পসিবল'-এর 'পৌষ পার্বন ২.০' নামাঙ্কিত নবম জীবনশৈলী প্রদর্শনী।

কোলকাতায় শুরু হল দুদিনের পৌষ পার্বন ২.০ নামাঙ্কিত লাইফস্টাইল এক্সপো

আয়োজক সংস্থার তরফ থেকে জনৈকা রিয়া জানিয়েছেন, "আজ এবং আগামী কাল দুদিন ধরে বালিগঞ্জ ফাঁড়ি এলাকার 'চৌধুরী হাউস'-এ চলবে প্রদর্শনী তথা বিক্রয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী জনগণের জন্য উন্মুক্ত থাকবে। আগত দর্শক ও ক্রেতাগণ খাদ্য, পোশাক এবং জ্যোতিষ সম্পর্কিত ১০৬ টা স্টল থেকে প্রয়োজনীয় সামগ্রী দেখতে ও কিনতে পারবেন। আগত দর্শক ও ক্রেতাদের জন্য এখানে রয়েছে হরেক রকমের আকর্ষণীয় উপহার সামগ্রী।"

Leave a Reply

error: Content is protected !!