কোলকাতা থেকে বাড়ি ফেরার পথে রুগী সহ 102 আম্বুলান্স পড়লো পুকুরে  হরিহরপাড়ায়

কোলকাতা থেকে বাড়ি ফেরার পথে রুগী সহ 102 আম্বুলান্স পড়লো পুকুরে হরিহরপাড়ায়

REPORTED BY:- BINOY ROY

ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় প্রতাপপুরের মারজোম সেক তার ছেলেকে কলকাতায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে 102 আম্বুলান্স পুকুরে পড়ে যায়। যদিও অল্পের জন্য বেঁচে যাই এক শিশুসহ তিনজন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!