করোনা ভাইরাসের কারণে ৩ রা সেপ্টেম্বর থেকে ৮ ই সেপ্টেম্বর পর্যন্ত কৌশিকী আমব্যশ্যাই ভক্তদের জন্য বন্ধ্য থাকছে তারপীঠ মন্দির। কৌশিকী আমব্যশ্যাই লক্ষ্য লক্ষ্য ভক্তের ডল নামে তারাপীঠে। গোটা বছর হোটেল ব্যাবসাহী থেকে পেঁড়া ব্যাবসাহীরা চেয়ে থাকে কৌশিকী আমব্যশ্যার দিন গুলির দিকে। কিন্তু বিগত দুই বছর ধরে করোনা ভাইরাসের কারণে কৌশিকী আমব্যশ্যাই বন্ধ থাকছে তারাপীঠ মন্দির তাতে রুজি রুটিতে টান পরেছে সকলেরই। সকলেই তাকিয়ে আছে আবার কবে নিজের ছন্দে ফিরবে সেই চেনা তারাপীঠ।