Reported By : Binay Roy
৬ ই মার্চ , সোমবার , বহরমপুরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন এক ক্রীড়াবিদ। বহরমপুর শহরের বাসিন্দা ক্রীড়াবিদ প্রদ্যুত দত্তের মৃত্যুতে জেলার ক্রীড়া মহলে রবিবার শোক নেমে আসে। প্রদ্যুত দত্ত শুধু বহরমপুর নয়, গোটা জেলার স্বনামধন্য খেলোয়াড় ছিলেন। ফুটবল, হকি খেলায় তিনি পারদর্শী ছিলেন। নিজের ক্লাবকে বহুবার তার খেলা দিয়ে গর্বিত করেছিলেন। সম্প্রতি তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন। আজ রবিবার তিনি পরলোকগমন করেন। বর্তমানে তিনি তার এক পুত্র ও কন্যা সন্তানকে রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাহত বহু মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রাক্তন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী।