স্বস্তিকার শেয়ার করা ইন্সটাগ্রাম রিলে তাঁকে একের পর এক শাড়ি বদলাতে দেখা যাচ্ছে তুড়ি মেরে। তার সাথে অবলীলায় বদলাচ্ছে তাঁর স্টাইল স্টেটমেন্ট। কখনও তাঁর পরনে নীল-সাদা শাড়ি, কখনও বা কালো শাড়ি-সবুজ পাড়, কখনও কালো-সাদা প্রিন্টেড শাড়ি। বাদ যায়নি পোলকা ডটেড শাড়িও। কখনও স্বস্তিকার চোখে চশমা, কখনও বা তাঁর দৃষ্টি তীক্ষ্ণ। সব মিলিয়ে ট্রেন্ডসেটার স্বস্তিকা।