Reported By : Masud Rana
১৩ ই সেপ্টেম্বর, বুধবার, ডোমকল সেবা সংঘ ক্লাবের পরিচালনায় ২০২৩ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের, ক্রিকেট প্লেয়ার নিলামের শুভ উদ্বোধন করলেন ডোমকলের বিশিষ্ট সমাজসেবি আব্দুল আলীম ওরফে বাপি বিশ্বাস। আইপিএল ধাচে প্লেয়ারদের নিলামে তোলা হয় আজ বুধবার। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় মুর্শিদাবাদের ডোমকল বাজার ব্যবসায়ী সমিতি হল ঘরে। আজকের এই অনুষ্ঠানে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ছাড়াও নদীয়া সহ ১২টি টিম অংশগ্রহণ করেছেন। ক্রিকেট খেলোয়ারদেরকে নিয়ে নিলাম তোলার এই পদ্ধতি, খেলোয়াড়দের মনে আগ্রহ বাড়বে বলে মনে করছেন বিভিন্ন বুদ্ধিজীবী মহল। উপস্থিত ছিলেন আসাদুজ্জামান (টিটু), স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাংশু সরকার, সহ-সম্পাদক তফিকুর রহমান, ডোমকল বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি গৌরাঙ্গ দত্ত সহ আরো অনেকে।