ক্রিসমাস পালন করলো অরবিন্দ টাওয়ারের আবাসিকরা

ক্রিসমাস পালন করলো অরবিন্দ টাওয়ারের আবাসিকরা

Reported By : News Desk

২৫ শে ডিসেম্বর, সোমবার, ক্রিসমাস পালন করলো অরবিন্দ টাওয়ারের আবাসিকরা।

শীতকাল মানেই উৎসবের মরশুম। বড়দিন আর ইংরেজি নতুন বছর মিলিয়ে ছুটি ছুটি আবহাওয়া। আর এই ছুটি ছুটি আমেজে সবাই মিলে আনন্দ না করলে হয়। অনেকে ঘুরতে গিয়ে আনন্দ করে আবার অনেকে বাড়ির বা আসে পাশের সবাইকে নিয়ে আনন্দ করে। সে রকম ভাবেই আনন্দে বড়দিনের আগের সন্ধ্যায় ক্রিসমাস পালন করলো উত্তর কলকাতার অরবিন্দ টাওয়ার অ্যাসোসিয়েশন। অরবিন্দ টাওয়ারের আবাসিক এবং শিল্পী অমিত বন্ধু ঘোষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে স্যাক্সোফোনে জনপ্রিয় বাংলা ও হিন্দি গান বাজিয়ে শোনান মঞ্জুশ্রী দে। সঙ্গীত পরিবেশন করেন অমিত বন্ধু ঘোষ, রিমা ভট্টাচার্য, প্রীতম, কুমার মুখার্জি প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সঞ্জয় রাঠোর।

Leave a Reply

error: Content is protected !!