Reported By : News Desk
১৪ ই ডিসেম্বর, বুধবার, মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের তৃণমূল পরিচালিত অর্জুনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশাল দোতলা বাড়ি। আর সেই বাড়িতে গ্রাম পঞ্চায়েত প্রধানের পাশাপাশি তার শাশুড়িও থাকেন। তবুও আবাস যোজনার তালিকায় আছে প্রধানের শাশুড়ির নাম। আর এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।যদিও অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অহিদা খাতুনের সাফাই ভুল করে তার শাশুড়ী চন্দ্রভান বিবির নাম আবাস যোজনায় চলে এসেছে। তিনি নাকি কর্তৃপক্ষকে বলেছেন নাম কেটে দিতে।
তবে প্রশ্ন উঠছে, আবাস যোজনার সার্ভে কী ঠিক ভাবে করা হয় নি? নাকি ক্ষমতার অপব্যবহার করে প্রধানের শাশুড়ির নাম আবাস যোজনার তালিকায় ঢোকানো হয়েছে? অন্যদিকে অর্জুনপুর গ্রামপঞ্চায়েত এলাকাতেই যোগ্য উপভোক্তারা আবাস ঘর পান নি বলে অভিযোগ। এমনকি এবারের আবাস যোজনার নামের তালিকাতেও অনেকের নাম নেই। এখনো টালি চাপানো বাড়িতে অতি কষ্টে বসবাস করতে হয় বলেই জানা যায়।