পরিচালক নিরাজ পান্ডের নতুন সিরিজ খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের বলিউড তারকাদের ছড়াছড়ি। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে দেখাতে পারে টলি পাড়ার দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ কে। থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও।
বাংলা জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়কেও দেখা যেতে পারে "খাকি"তে।
এবার জানা গেল স্বাস্বত চট্টোপাধ্যায় থাকছেন। লুক টেস্ট ইতি মধ্যেই হয়ে গিয়েছে বলে আজকাল ডট ইনকে জানালো অভিনেতা, তবে কোন চরিত্রে অভিনয় করছেন তা এখনো খোলসা করেননি। জানা যাচ্ছে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং কে দেখা যেতে পারে মুখ্য চরিত্রে। হিন্দি সিরিজ এবং সিনেমা জগতের পরিচিত মুখ এই অভিনেত্রীর।