Skip to content
খড়গ্রাম থানার ভালকুন্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু চার জনের

খড়গ্রাম থানার ভালকুন্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু চার জনের

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত ভালকুন্দি মোড়ে শুক্রবার সকালে চা দোকানে বসে চা খাওয়ার সময় একটি ডাষ্ট বোঝাই ডাম্পার গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের ।আশঙ্কা জনক অবস্থায় বাকি চারজনকে খড়গ্রাম ব্লক গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। বাকি দুজনকে চিকিৎসা জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য।
পুলিশ জানিয়েছে মৃতদের নাম প্রকাশ মার্জিত (২৯), উজ্জ্বল সেখ (১৮), আলামিন সেখ (৬৫) ও হেপাজুল সেখ (৬৫) ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন। পুলিশ গিয়ে ঘাতক ডাম্পার টিকে আটক করেছে।

Leave a Reply

error: Content is protected !!