Reported BY:- Manoj Das
ব্যারাকপুর মহকুমার অভয়া মঞ্চের উদ্যোগে খড়দাহ রবীন্দ্র ভবনের সামনে একটি জনসভা অনুষ্ঠিত হয়, যেখানে অভয়ার বিচারের দাবি তুলে ধরা হয়। বিগত এক বছরের বিচারহীনতা নিয়ে শিল্পী ও সংস্কৃতিকর্মীরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেন। সভাপতির দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্যকার ও নাট্য পরিচালক চন্দন সেন। তিনি বলেন, “অভয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না। আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে হবে।”এছাড়া বক্তৃতা দেন বিশিষ্ট শিল্পী দেবদূত ঘোষ, ডাক্তার তমুনাস চৌধুরী ও অধ্যাপক দেবাশীষ ভৌমিক। সভায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন খড়দাহ টিটাগর গণনাট্য সংঘের শিল্পীরা। নাটক মঞ্চস্থ হয় এবং আবৃত্তিও চলে।সভা শেষে, আগামী ৯ আগস্ট কালীঘাটে এক বিশাল প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান হয়। এছাড়া ১৪ আগস্ট রাতে ‘রাত দখল’ কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।এই সভা থেকে পরিষ্কার হলো, অভয়ার বিচারের দাবিতে ব্যারাকপুর অঞ্চলের মানুষেরা আরও গতিশীল হয়ে উঠেছে। তাদের একত্রিত হয়ে লড়াই করার মানসিকতা সত্যিই প্রশংসনীয়।