Skip to content
খর গ্রামের বিধায়ক আসিস মার্জিত আজ ভোট প্রচারে পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীদের নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরলেন

খর গ্রামের বিধায়ক আসিস মার্জিত আজ ভোট প্রচারে পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীদের নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরলেন

Reported BY:- Masud Rana

খর গ্রামের বিধায়ক আসিস মার্জিত আজ ভোট প্রচারে পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীদের নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরলেন। তিনি বলেন গোবিন্দপুর রাণীনগর গিরিধারপুর এখানকার রাস্তা নিয়ে আমার কাছে তাদের দাবি ছিল এই রাস্তা করে দিতে হবে আমি তাদের কথা দিয়েছিলাম যে পুজোর আগে রাস্তা করে দিব সেই মতো রাস্তার কাজ শুরু হয়েছে। তিনি বলেন এর পুরো কৃতিত্ব আপনাদের এখানকার মানুষের। আশিস মসজিদ বলেন আমি তখন বলেছিলাম রাস্তা না করতে পারলে গ্রামে ঢুকবো না। দিদির পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হয়েছে কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এবং আপনাদের দাবি ছিল কলেজ আমি কথা দিয়ে যাচ্ছি এই কলেজ ও খর গ্রামের মানুষ পাবে। তিনি বলেন আপনারা আমার কাছে রাস্তার দাবী করেছিলেন আমি সেই দাবি পূরণ করেছি, এবার কলেজের দাবিও পূরণ করব কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের যেসব প্রতিনিধি পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছে যেমন অপর্ণা মন্ডল কিষান আফসার ভাই আল্পনা মাল হাবিবা এবং জেলা পরিষদের প্রার্থী শাশ্বত মুখার্জিকে বিপুল ভোটে জয়ী করান আমি যাতে দিদিকে গিয়ে বলতে পারি যে খর গ্রামের পথশ্রী রাস্তাটা দিয়েছিলেন, আপনার কথা অনুযায়ী এলাকার বাসিন্দারা বিপুল ভোটে তাদের প্রার্থীদের জয়ী করিয়েছেন এই কথাটা যাতে দিদিকে বলতে পারি তার ব্যবস্থা আপনারা করবেন।

Leave a Reply

error: Content is protected !!