খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিপিআই(এম ) র মিছিলে উত্তাল হলো নবগ্রাম

খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিপিআই(এম ) র মিছিলে উত্তাল হলো নবগ্রাম

Reported By:- তুষার কান্তি খাঁ

কিছুদিন আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়ে গিয়েছে নবগ্রাম ব্লকের তৃণমূলের ব্লক সভাপতির ছায়া সঙ্গী রুবেল শেখ(২৩)। সেই খুনের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তৃণমূলীদের হাতেই খুন হন নবগ্রাম ব্লকের জারুলিয়া গ্রামের ২১ বছর বয়সী যুবক তারক ঘোষ। খুনিরা এখনো অধরা। খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিপিআই(এম )এর মিছিলে উত্তাল হল নবগ্রাম। মিছিল নবগ্রাম পার্টি অফিস থেকে শুরু হয়ে ব্লক মোড়, বাসস্ট্যান্ড, কালিতলা মোড় সোসাইটি মোড়, ফকিরপাড়া ঘুরে শেষ হয় নবগ্রাম ব্লক মোড়ে। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে সেখানে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পার্টি নেতা মুকুল মন্ডল ভরত ঘোষ ,সঞ্জীব পান্ডে , সৈয়দ নুরুল হাসান সহ আরো অনেকে।

Leave a Reply

error: Content is protected !!