Reported By : Masud Rana
১৫ ই জুলাই, শনিবার, মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত কাগ্রাম অঞ্চলের বাবলা গ্রামে খেলনা ভেবে একটি কৌটো নিয়ে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হলো দুই শিশু। জানা যায়, শনিবার সকালে ওই গ্রামেরই বাসিন্দা সাহিল শেখ এবং সাকিব শেখ নামের দুই শিশু খেলনা ভেবে কৌঠো বোম নিয়ে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণের জেরে গুরুতরভাবে জখম হলো। আহত অবস্থায় ওই দুই শিশুকে চিকিৎসার জন্য সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই ওই দুই শিশুর চিকিৎসা চলছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন বাবলা গ্রামে প্রায় পাঁচটি কৌটো বোমা পড়েছিল আর সেই কৌটো বোমাকে খেলনা ভেবে খেলতে যাই দুই শিশু এবং একটি কৌতু বোমা বিস্ফোরণ হয়। আর যার যে আহত সাহিল শেখ এবং সাকিব শেখ নামের ওই দুই শিশু, বোমা বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় আরো চারটি কৌটো ভুমা পড়ে আছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় উত্তেজনা গোটা এলাকায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছই সালার থানার পুলিশ এবং সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করে খতিয়ে দেখছে কে বা কারা কি উদ্দেশ্যে ওই বোমা গুলি মজুদ করে রেখেছিল।