খেলা দিবস উপলক্ষে ১৬ ই আগস্ট ২০২৩ অনুষ্ঠিত হল মহিলা ফুটবল টুর্নামেন্ট

খেলা দিবস উপলক্ষে ১৬ ই আগস্ট ২০২৩ অনুষ্ঠিত হল মহিলা ফুটবল টুর্নামেন্ট

Reported By : Masud Rana
১৬ ই আগস্ট, বুধবার, হরিহরপাড়া ব্লক প্রশাসন এর উদ্যোগে এবং জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন এর সহযোগিতায় খেলা দিবস উপলক্ষে ১৬ ই আগস্ট ২০২৩ অনুষ্ঠিত হলো মহিলা ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশগ্রহণ করে জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন এর হরিহরপাড়া কিশোরী ফুটবল টিম এবং জিয়াগঞ্জ কিশোরী ফুটবল টিম এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের কিশোর ফুটবল টিম।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক উন্নয়ন আধিকারিক শ্রী সায়ন্তন সেন, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মির আলমগীর, যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক পরিতোষ প্রামানিক, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ইয়াদুল শেখ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সমাজ কর্মী, জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন এর ফিল্ড অফিসার তোফাজ্জল হোসেন, ব্লক কোঅর্ডিনেটর নন্দিতা পাল ও অন্যান্য কর্মীরা আরো উপস্থিত ছিলেন এলাকার যুবক-যুবতী ও খেলা প্রেমিক মানুষ। কিশোরীদের ট্রাইবেকার এর মাধ্যমে জয়লাভ করে মাতঙ্গিনী টিম (হরিহরপাড়া কিশোরী দল)। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার মানুষকে পাচার বিশেষ করে চাইল্ড সেক্স ট্রাফিকিং এই বিষয়ে সচেতন করার বার্তা পৌঁছে দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!