দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। গোধূলি বিকেলে রঙিন আকাশ ও সমুদ্রের সঙ্গমকে সাক্ষী রেখে খোলামেলা পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। তার পরনে সাদাকালো মনোকিনি। গায়ে খুব কম জুয়েলারি। আলগোছে বাঁধা চুল। মুখে নিউড মেকআপ। নানা পোজে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশন একটি ইংরেজি কবিতা থেকে উদ্ধৃত। ক্যাপশনে লেখা, ‘সে শান্ত, সে ঝড়, তার নানা রূপ’।