Skip to content
গণঅবস্থান এবং আইসির কাছে ডেপুটেশন

গণঅবস্থান এবং আইসির কাছে ডেপুটেশন

Reported By:- Masud Rana

ডোমকলের এক বাইক আরোহীকে বেআইনিভাবে হেনস্তা মারধর করার অপরাধে, মুর্শিদাবাদের ডোমকল থানা পুলিশের এএসআই রবিউল আলম মির্জার বিরুদ্ধে অবলম্বনে এফআইআর সাসপেন্ড এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযোগকারীদের চিকিৎসা সংক্রান্ত উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে গণঅবস্থান এবং আইসির কাছে ডেপুটেশন। শনিবার ডোমকল এসডিও মোড়ে এই কর্মসূচির ডাক দিলেন, এপিডিআর ডোমকল শাখা কমিটি। ওই পুলিশের বিরুদ্ধে এফআইআর নেওয়া হয়নি বলে অভিযোগ, অন্য দিকে সাত দিন সময় চেয়েছে পুলিশ। যদিও ডেপুটেশন শেষে ফের পুলিশকে হুঁশিয়ারি এপিডিআরএর।

Leave a Reply

error: Content is protected !!