Skip to content
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সারাদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সারাদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ

Reported By : Binay Roy
২৩ শে নভেম্বর, বৃহস্পতিবার, রাজ্য জুড়ে বিভাজনের রাজনীতি বন্ধ করে মূলত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার সারাদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হ'ল কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে। সারা রাজ্যের পাশাপাশি এদিন বহরমপুরের টেক্সটাইল মোড় সংলগ্ন এলাকায় এই অবস্থান বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সারাদিন ব্যাপী। বর্তমানে রাজ্য জুড়ে সমস্ত স্কুল কলেজে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের অভাবে শিক্ষা ব্যাবস্থা এককথায় লাটে উঠেছে। পাশাপাশি সরকারি দপ্তর গুলোতেও কর্মী নিয়োগের অভাবে নাজেহাল অবস্থা হয়ে পড়েছে। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি সহ মোট চার দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন চলছে রাজ্য জুড়ে। মূলত এই সমস্ত দাবিদাওয়া অবিলম্বে মেনে নেওয়া না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে এই সংগঠনের পক্ষ থেকে বলে জানিয়েছেন কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের সদস্যরা।

Leave a Reply

error: Content is protected !!